Posts

Showing posts from September, 2022

10.04.2022 - প্রথম সম্মেলন

Image
উদয়ন বিদ‍্যাপীঠ প্রাক্তনী সমাবেশ। আগামী 10ই এপ্রিল রবিবার উদয়ন বিদ‍্যাপীঠ (স্মরণ) সংস্থার মাধ‍্যমে স্মরণ সভার মাধ‍্যমে প্রথম সম্মলন হতে যাচ্ছে।আশা করি আপনি এবং আপনার জানামতে উদয়নের প্রাক্তনিরা থাকলে ঐ দিন সকাল 10টার মধ‍্যে বামনগাছি স্টেশান সংলগ্ন সভাগৃহে উপস্থিত হবেন। আমাদের প্রাথমিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আমার জানামতে বর্ষিয়ান দুইজন উদয়ন বিদ‍্যাপীঠের প্রাক্তনিকে উক্ত অনুষ্ঠানের মাধ‍্যমে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি। যদিঅন‍্য কোন বয়জেষ্ঠ‍্য প্রাক্তনীথেকে থাকেন তবে ছবি সহ অতি দ্রুত জানাল সেই শ্রদ্ধেয় প্রাক্তনীকেও সম্মান জানানো হবে। যে দু জন ইতি মধ‍্যে মনোনিত হয়েছেন সেই দুজন হচ্ছেন- 1) কুমুদ রঞ্জন রায় 2) শৈলেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়। লেখার মাধ‍্যমে কিছু ত্রুটি থাকলে মার্জনা করবেন। বিঃদঃ প্রতিবেদনে প্রত‍্যেকের ঠিকানাসহ ছবি দেওয়ার ব‍্যবস্থা করেছি। দয়া করে আপনার ঠিকানা ও ছবি অতি সত্তর পাঠান। ধন‍্যবাদ সবাই কে। আমাকে ব‍্যক্তিগত ভাবে প্রযোজন থাকলে নীচের ফোন নম্বরে ফোন করবেন। 9609250125 ----–-------------------------------------------------------- ১০ এপ্রিল,২০২৩, রবিবার।       ...

স্মরণ:

Image
প্রাক্তন ছাত্র এবং প্রধান শিক্ষক শ্রদ্ধেয় প্রমথ রঞ্জন বিশ্বাস।                                     বিশেষ অনুরোধ : শ্রদ্ধেয় মাধব রঞ্জন বাইন মহাশের ছবি থাকলে গ্রুপে পাঠাবেন।

উদয়ন বিদ‍্যাপীঠ।

Image
আমাদের প্রিয় বিদ‍্যালয় এবং বন্ধুদের সভা। সন্মেলনের আগে ২২অক্টোবর, ২০২১ উদয়ন বিদ‍্যাপীঠে বিজন বিশ্বাস কতৃক আয়োজিত বন্ধু সমাবেশ।