Posts

Showing posts from August, 2025

দলিতের আখ্যান

সেলুনে চুল কাটানোর অনুমতি পেলেন দলিতেরা! স্বাধীনতার ৭৮ বছর পর ‘নজির’ গুজরাতি গ্রামে সামান্য চুল কাটানোর অধিকার পেতে কম কাঠখড় পোহাতে হয়নি! দলিতদের হয়ে মাঠে নামেন স্থানীয় সমাজকর্মীরা। ঘরে ঘরে গিয়ে উচ্চবর্ণ এবং নাপিতদের এই প্রথার অসাংবিধানিকতা সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা চলে। তাতে কাজ না হলে হস্তক্ষেপ করে পুলিশপ্রশাসন। লুকিয়ে চুরিয়ে নয়, পাশের গ্রামে গিয়ে নয়— এক্কেবারে নিজের গ্রামে, তা-ও প্রকাশ্য দিনের আলোয়। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমনই ‘ঐতিহাসিক’ ঘটনার সাক্ষী হয়ে থাকল গুজরাতের আলওয়াড়া গ্রাম। শুনে মনে হতে পারে, এ আর এমন কী! শুনতে অবাক লাগলেও সত্যি, স্বাধীনতার পর গত ৭৮ বছরে এমন নজির দেখা যায়নি আলওয়াড়ায়। এত দিন চুলদাড়ি কাটার জন্য পায়ে হেঁটে পাশের গ্রামে যেতে হত গ্রামের দলিতদের। কারণ, ক্ষৌরকারদের দিয়ে চুল কাটানোর ‘অধিকার’ রয়েছে কেবল উচ্চবর্ণের। তেমনটাই নাকি দস্তুর। এটা দেশের লজ্জা! চিরাচরিত সেই প্রথা ভেঙে গত ৭ অগস্ট নিজের গ্রামের সেলুনে বসেই চুল কাটালেন ২৪ বছরের তরুণ কীর্তি চৌহান— এত বছরের ইতিহাসে এই প্রথম বার আলওয়াড়ার ক্ষৌরকারের দোকানে পা পড়ল কোনও দলিতের!২৪ বছরের কীর্তি...

মানুষের ইতিহাস

আউট অফ আফ্রিকা প্রায় দুই লাখ বছর আগে আফ্রিকার সাভানায় জন্ম নিয়েছিল আধুনিক মানুষ, হোমো স্যাপিয়েন্স। সেই সময় পৃথিবীতে শুধু তারাই ছিল না; আরও কয়েকটি মনুষ্য প্রজাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে। ইউরোপে ছিল শক্তপোক্ত গড়নের হোমো নিয়ানডারথালেনসিস বা নিয়ানডারথাল মানুষ। অন্যদিকে মধ্য এশিয়ার গুহায় বাস করত রহস্যময় ডেনিসোভানরা, আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিকে ছিল ক্ষুদ্রকায় হোমো ফ্লোরেসিয়েনসিস। বৃহত্তর মনুষ্য পরিবারে তখন ছিল বেশ কয়েকটি প্রজাতির মানুষ। আফ্রিকা ছেড়ে হোমো স্যাপিয়েন্সরা যখন উত্তর ও পূর্ব দিকে যাত্রা শুরু করল, তখন তাদের সামনে এসে দাঁড়াল এই অন্য মানুষগুলো। ইউরোপের শীতল গুহায় তাদের দেখা হলো নিয়ানডারথালদের সাথে। এরা ছিল শক্তিশালী, বলিষ্ঠ, কিন্তু সংখ্যায় কম। মধ্য এশিয়ার পাহাড়ি উপত্যকায় স্যাপিয়েন্সরা মুখোমুখি হলো ডেনিসোভানদের। এটা শুধু প্রতিযোগিতা বা যুদ্ধের গল্প নয় বরং এক অদ্ভুত মিশ্রণেরও কাহিনি। আধুনিক জেনেটিক গবেষণায় দেখা যায়, সেই সাক্ষাতে ঘটেছিল জিনের আদান-প্রদান। নিয়ানডারথালদের সাথে স্যাপিয়েন্সদের মিলনের ফলে আজকের ইউরোপীয় ও পশ্চিম এশী...