Posts

Showing posts from November, 2025

নব বঙ্গ

নব-ব্রাহ্মণ্য প্রবেশের ফল : বৃহৎবঙ্গ, পৃষ্ঠা:- ৫১৬ -৫১৯, দীনেশচন্দ্র সেন। ======================================== সেন রাজাদের সময়ে নব-ব্রাহ্মণ্য প্রবেশের ফলে বাঙ্গালার কোন কোন বিষয়ে যে মহৎ ক্ষতি হইয়াছিল, সে ক্ষতি শুধু মুসলমান-বিজয়ের পথ সুগম করিয়া দেয় নেই, অধিকন্তু বঙ্গীয় সমস্ত লোককে হীনবীর্য্য ও অধঃপতিত করিয়াছিল --- তাহা জাতিভেদকে লৌহের গণ্ডীতে আবদ্ধ করিয়া দেওয়া। ইহাদের পূর্ব্বেও জাতিভেদ ছিল এবং ব্রাহ্মণ-শূদ্র ছিল, কিন্তু তথা-কথিত হীনবর্ণ সম্বন্ধে ছোঁয়াচে রোগের সৃষ্টি এই সেন রাজাদের সময় হইতে। গুপ্ত ও পালশাসনে ছোঁয়াচে রোগ ছিল না বলিলেও অত্যুক্তি হইবে না। 'স্ত্রীরত্নং দুষ্কুলাদপি' ---- 'চণ্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠঃ হরিভক্তিপরায়ণঃ' এ সকল শ্লোক সেন রাজাদের বহু পূর্ব্বে রচিত। বশিষ্ঠ চণ্ডাল-কন্যা বিবাহ করিয়াছিলেন ---- এ সকল তো অতি প্রাচীন যুগের কথা। পালরাজারা ও তৎসময়ের পরাক্রান্ত ব্যক্তিরা বিবাহ-বিষয়ে কোন গণ্ডীরক্ষা করিতেন না। সেই সকল রাজাদের সময়ের তীর্থগুলিতে জাতিভেদ ছিল না, সমাজেও ছোঁয়াচে রোগাক্রান্ত জাতিভেদ ছিল না। নব-ব্রাহ্মণ্য একটা বিশিষ্ট শ্রেণীর সৃষ্টি করিয়া জনস...

মনোরঞ্জন ব্যাপারীর

https://www.facebook.com/share/1CGu5LJySP/ https://www.facebook.com/share/1CGu5LJySP/লেখাটা একটু বড়ো। না পড়লে কিছু হবে না। তবে পড়লে আপনার লোকসান হবে না বলেই আমার বিশ্বাস। বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমির তিন দিবসীয় [১৭/১৮/১৯ নভেম্বর-২৫] সাহিত্য সম্মেলন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ৭০টি পত্র পত্রিকা এবং প্রায় ৪০০ জন দলিত কবি লেখক আলোচক অংশ করেছিলেন এই সাহিত্য সম্মেলনে।এই সব কিছুর মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি দলিত সমাজের শিক্ষিত কিছু জনকে কঠোর বাস্তবতার দিকে চোখ ফেরাতে। আজকে বঙ্গ জীবনের দ্বারপ্রান্তে এমন একটা ভয়াবহ সময় এসে উপস্থিত হয়েছে যে দলিত জীবন বিদ্ধস্ত বিপন্ন করে দেবার মনুবাদী সমস্ত আয়োজন প্রায় সম্পুর্ন হয়ে গেছে। মাত্র দিন কয়েকের অপেক্ষা তারপরই তাঁরা হিংস্র জঘন্য মানবতা বিরোধী, দলিত সংহারক-কোটি প্রান বলিদানের মহাযজ্ঞ প্রারম্ভ করবার নিখুঁত ব্যবস্থাপনা শুরু করে দেবে। যার প্রথম ও প্রধান বলি হবে বঙ্গের নমশূদ্র সমাজ।এই সমাজ ব্রাম্মন্যবাদী মনুবাদীদের কাছে অসহ্য একটি জনগোষ্ঠি ।যাঁদের ধ্বংস বিদ্ধস্ত না করে দিতে পা...