বঙ্গভূমি
বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ? গবেষকরা বলেন , আজ থেকে ৬০ হাজার বছর পূর্বে চীন থেকে বাংলাদেশ ভূখণ্ডে বসতি স্থাপন শুরু হয়।আজ থেকে পাঁচ কোটি বছর আগে ভারতের হিমালয় থেকে আসা পলি জমতে জমতে বাংলাদেশ ভূখণ্ডের সৃষ্টি হয়েছে।" খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে, নন্দ সাম্রাজ্যের গঙ্গারিড়াইয়েই শক্তিশালী শাসকরা আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযানের সমাপ্তি ঘটিয়েছিল এই বাংলায়।বাংলার অধিকাংশ অঞ্চল ছিল মৌর্য সাম্রাজ্যের অংশ।গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলা রাজা শশাঙ্কের শাসনে আসে।৭৫০ খ্রিষ্টাব্দে গোপালের উত্থানের সাথে বাংলা পাল সাম্রাজ্যর অধীনে আসে। তাদের অধীনে বাংলাদেশ চর্যাপদের মতো সাহিত্যর সংস্পর্শে আসে। কিন্তু এই বাংলায় মূল সমস্যা শুরু হয় ত্রয়োদশ শতকে ইখতিয়ার বিন বখতিয়ার খিলজিদের আগমনের মধ্যে দিয়ে।১৩ শতক থেকে ২০২৫ সাল আজ পর্যন্ত এই বাংলা ভূখন্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে " হিন্দু - মুসলমান " সমস্যা। ত্রয়োদশ শতাব্দী থেকে বাংলাদেশ ভূখণ্ডে হিন্দু ও মুসলমান অসংখ্য যুদ্ধ হয়েছে। এটাকে উপলদ্ধি করেই বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে " ধর্মনিরপেক্ষতা " শব্দটা জুড়ে দিয়েছিলেন। অ...