Posts

Showing posts from October, 2025

বঙ্গভূমি

বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ? গবেষকরা বলেন , আজ থেকে ৬০ হাজার বছর পূর্বে চীন থেকে বাংলাদেশ ভূখণ্ডে বসতি স্থাপন শুরু হয়।আজ থেকে পাঁচ কোটি বছর আগে ভারতের হিমালয় থেকে আসা পলি জমতে জমতে বাংলাদেশ ভূখণ্ডের সৃষ্টি হয়েছে।" খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে, নন্দ সাম্রাজ্যের গঙ্গারিড়াইয়েই শক্তিশালী শাসকরা আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযানের সমাপ্তি ঘটিয়েছিল এই বাংলায়।বাংলার অধিকাংশ অঞ্চল ছিল মৌর্য সাম্রাজ্যের অংশ।গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলা রাজা শশাঙ্কের শাসনে আসে।৭৫০ খ্রিষ্টাব্দে গোপালের উত্থানের সাথে বাংলা পাল সাম্রাজ্যর অধীনে আসে। তাদের অধীনে বাংলাদেশ চর্যাপদের মতো সাহিত্যর সংস্পর্শে আসে। কিন্তু এই বাংলায় মূল সমস্যা শুরু হয় ত্রয়োদশ শতকে ইখতিয়ার বিন বখতিয়ার খিলজিদের আগমনের মধ্যে দিয়ে।১৩ শতক থেকে ২০২৫ সাল আজ পর্যন্ত এই বাংলা ভূখন্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে " হিন্দু - মুসলমান " সমস্যা। ত্রয়োদশ শতাব্দী থেকে বাংলাদেশ ভূখণ্ডে হিন্দু ও মুসলমান অসংখ্য যুদ্ধ হয়েছে। এটাকে উপলদ্ধি করেই বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে " ধর্মনিরপেক্ষতা " শব্দটা জুড়ে দিয়েছিলেন। অ...

King Bili

ছবির ব্যক্তির নাম কিং বিলি। তাসমানিয়া দ্বীপের শেষ আদিবাসী পুরুষ তিনি। পশ্চিমারা এই জাতি ও জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিং বিলি নামটি দেওয়া হয়েছিল বিদ্রূপ করে। তার প্রকৃত নাম ছিল উইলিয়াম ল্যানি। জন্ম আনুমানিক ১৮৩৫ সালে, তাসমানিয়া দ্বীপে। তখন দ্বীপের নাম ছিল ভ্যান ডিমেনস ল্যান্ড। এই আদিবাসীরা ছিল শান্তিপ্রিয়। তারা যুদ্ধ বা অস্ত্র চিনত না। তাদের একমাত্র চাওয়া ছিল "আমাদের শান্তিতে থাকতে দাও"। কিন্তু যখন ব্রিটিশ ঔপনিবেশিকরা এল, তারা ঘোষণা দিল, এই দ্বীপে কেউ নেই! শুরু হলো ১৯ শতকে এক ভয়ংকর গ.ণ.হ.ত্যা, যা পরিচিত "কালো যুদ্ধ" নামে। আদিবাসীদের জমি থেকে উৎখাত করা হলো। পুরুষদের হ.ত্যা. করা হলো । নারী ও শিশুদের বন্দি করে পাঠানো হলো কথিত সভ্যতা শিবিরে। সেখানে তারা মারা গেল নির্যাতন, রোগ ও অপুষ্টিতে। উইলিয়াম ল্যানি ছিলেন সেই অল্প কয়েকজন শিশুর একজন, যিনি এই গ.ণ.হ.ত্যা থেকে বেঁচে যান। তাকে পাঠানো হয় ফ্লিন্ডার্স দ্বীপে, যেখানে তাকে "সভ্যতা ও উন্নয়ন" কর্মসূচির আওতায় রাখা হয়। তিনি দেখলেন, তার জাতির সংখ্যা ১৫,০০০ থেকে কমে, মাত্র কয়েকজন হয়ে গেছে, শেষে শুধু তিনিই...

অনি

👇মুসলমানরা যাকে ইব্রাহিম বলে , ইহুদি ও খ্রিষ্টানরা তাকে বলে আব্রাহাম। ইব্রাহিম (আ.) এর দুই পুত্র ইসমাইল ও ইসহাক। ইসহাকের পুত্রের নাম হচ্ছে ইয়াকুব।মুসলমানরা যাকে ইয়াকুব নবী বলে ইহুদি ও খ্রিস্টানদের কছে তার নাম হচ্ছে যাকোব ( Jacob)। ইয়াকুব (আ:) এর আরেক নাম হচ্ছে ইসরাঈল। ইসরায়েল ১২ পুত্র ।এদেরকে বলা হয় বনী ইসরাইল। এই বনী ইসরাইল গোত্রের শেষ নবী বা মাসীহা হচ্ছেন ঈসা। ঈসা থেকেই খ্রিষ্টান ধর্মের উৎপত্তি। ঈসা হচ্ছেন খ্রিষ্টানদের যিশু খ্রিস্ট। ইহুদি , খ্রিস্টান ও ইসলাম ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ নবী হচ্ছে মুসা ।বাইবেলে মুসাকে মোশি বলা হয়।বনী ইসরাইলের ইউসুফ নবীই হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের জোসেফ। মজার বিষয় হচ্ছে তিনটি ধর্মগ্রন্থের কাহিনী কিন্তু প্রায় এক।ভিন্নতা শুধু নামে।খ্রিষ্টানরা নবীকে প্রফেট ( prophet) বলে।ইহুদীরা নবীদের বলে নাবি বা বক্তা। বিষয়টা হচ্ছে এমন __ আমরা বাংলায় বলি ভালো , ইংরেজরা বলে, গুড আর আরবেরা বলে, বিখায়ের। শব্দ কিন্তু একটাই ।একেক ভাষায় একেক ভাবে বলা হচ্ছে।অল্প একটু ভিন্নতা ছাড়া সব ধর্মের গল্পের ভাষা এক হলেও হাজার হাজার বছর ধরে এরা নিজেরা নিজেদের হত্যা করে নিজ নিজ...