ধর্ম নিয়ে
বেদ ত্রিপিটক জেন্দাভেস্তা তোরাত বাইবেল গীতা কোরান প্রভৃতি কাদের জন্য লিখিত হয়েছে হয়েছে ?? অবশ্যই সমাজের মানুষের জন্য । আবার সব কয়টা বিশেষ ভৌগোলিক অঞ্চল ও পরিবেশে লিখিত হয়েছে বিভিন্ন মানুষের দ্বারা । এইসব ধর্মগ্রন্থের লিখনের সময়ও ভিন্ন । বেদ জেন্দাভেস্তা কাছাকাছি , তারপরে ভারতের বৌদ্ধ / জৈন ধর্ম , তারপরে আরবের সেমেটিক ধর্ম ইহুদি খ্রিস্টান এবং সবার পরে মাত্র আঠারো শত বছর আগে কোরান । ভারতের বেদ পারস্যের জেন্দাভেস্তার সময়কাল কাছাকাছি হলেও দুই সমাজের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি জলবায়ু এবং মানুষের বিবর্তন একসাথে হয়নি তাই এই দুই ধর্মগ্রন্থে ফারাক প্রচুর । আবার সেমেটিক ধর্মগুলির উদ্ভব আরবের রুক্ষ মরুতে , এবং এগুলি যেন একটা সিরিজ । তাই তোড়াত এর সাথে বাইবেলের এবং বাইবেলের সাথে কোরানের প্রচুর মিল ।কিছু কিছু জায়গায় মনে হয় কোরান বাইবেল তোড়াতের কপি পেস্ট । রক্ষ মরুর বেদুইনদের সাথে ভারতের নদী উপত্যকায় গড়া ধর্ম এক হওয়ার কথাও নয় । বিশেষ করে কোরানতো আরবের হেজাজ অঞ্চলের লোকেদের জন্য লিখিত হয়েছিল । যখন ধর্মগ্রন্থগুলি লিখিত হয়েছিল তখনের সময় থেকে আজকের সময়ের সমাজ সম্পূর্ণ বদল...
Comments
Post a Comment