সংবিধানে বাকস্বাধীনতা
https://www.facebook.com/share/1ZdDiu4bdT/ আইনের চোখে ---- ◾কোরআন সম্পর্কে অসীম উবাচ◾ ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৯(১)ক অনুযায়ী প্রতিটি নাগরিকের বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার আছে। নিজের মতামত প্রকাশ করার জন্য কথা বলা, লেখা, ছাপা, ছবি, প্রতীক, সংবাদমাধ্যম ইত্যাদির মাধ্যমে ভাব প্রকাশ করার অধিকার প্রত্যেকর আছে, তবে তা হতে হবে যুক্তিনির্ভর এবং শালীন। কিন্তু মনে রাখতে হবে -- #তার_এই_অধিকার_মোটেও_পরম_নয় (Not absolute), #তার_বহু_সীমাবদ্ধতা_আছে। অনুচ্ছেদ ১৯(২-৬): বাকস্বাধীনতার সীমাবদ্ধতার জন্য রাষ্ট্র যুক্তিসঙ্গত বিধিনিষেধ (reasonable restrictions) আরোপ করা হয়েছে। নিম্নলিখিত কারণে বাকস্বাধীনতা সীমিত করা হয়েছে — ১. রাষ্ট্রের নিরপত্তা ( Security of State) : রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা, বিদ্রোহ বা দেশবিরোধী বক্তব্য দেওয়া নিষিদ্ধ। ২. বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক অন্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে—এমন বক্তব্য দেওয়া নিষিদ্ধ। ৩. জনশৃঙ্খলা (Public Order) : যে বক্তব্য দাঙ্গা, অশান্তি বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তা নিয়ন্ত্রণযোগ্য। ৪. শালীনতা ও নৈত...