মনু..

♦️মনুসংহিতা, পরশুরাম ও অনার কি/লিং♦️ মনুস্মৃতি (হিন্দু ধর্মশাস্ত্রের সবচেয়ে প্রসিদ্ধ ও প্রভাবশালী গ্রন্থ ও বর্ণাশ্রম-ব্যবস্থার প্রধান তাত্ত্বিক ভিত্তি) অনুসারে উচ্চবর্ণের মেয়ে আর নিম্নবর্ণের ছেলের বিয়ে কোনোভাবেই শাস্ত্রসম্মত নয়। এই বিয়ে(প্রতিলোম বিবাহ) মনুসংহিতা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই বিয়ে থেকে জন্মানো সন্তান সবচেয়ে নিকৃষ্ট বর্ণসংকর (চণ্ডাল ইত্যাদি)। এই ধরনের বিয়ে ঘটলে ব্রাহ্মণ/ক্ষত্রিয়/বৈশ্য বর্ণভ্রষ্ট হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? সুস্থ ও সভ্য মানুষের বিশ্বাস না হওয়াই স্বাভাবিক। নিচে মনুসংহিতা থেকে কয়েকটি অধ্যায় ও শ্লোকের উদাহরণ দিলাম। নিজে গুগল থেকে যাচাই করে নিন। 👇👇👇 মনু ৩.১৩–১৯, মনু ১০.৬–১২, ১০.২৪, ১০.৪১, মনু ৩.১৫৬, মনু ১১.১৭৫ পরশুরামের কাহিনিও একই। মা রেণুকা একটু অন্য পুরুষের দিকে তাকিয়েছিলেন বলে পরশুরাম তাঁর মাথা কে/টে ফেলেছিলেন বাবার নির্দেশে। এই কাহিনীকে আজও সম্মান দিয়ে পুজো করা হয়, এই ভাবনাকে মান্যতা দিয়ে নাকি মন্দিরে মানত করা হয়। অর্থাৎ আমরা যে সমাজে বড় হয়েছি, সেই সমাজই শিশুকাল থেকেই শেখায়:- নারীর শরীর আর জাতের ‘পবিত্রতা’ রক্ষা করতে গেলে মা-বোন-মেয়েকেও খু/ন করা বৈধ। আজ ২০২৫ সালেও ভারতে প্রতি বছর গড়ে ১০০০-র বেশি ‘অনার কিলিং’ হয় (National Crime Records Bureau ও বিভিন্ন NGO রিপোর্ট অনুযায়ী)। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবে খাপ পঞ্চায়েত এখনো ফতোয়া দেয়। প্রেম-ভালবাসাকে তারা ‘জাতদ্রোহিতা’ বলে। আর সেই ফতোয়া কার্যকর করতে বাবা নিজের মেয়েকে শ্বা*স*রো*ধ করে, ভাই তার বোনকে র*ক্তা*ক্ত করে। এই হ/ত্যা শুধু প্রেম বন্ধ করতে চায় না, চায় শূদ্র-দলিত-আদিবাসীদের চিরকাল দাস বানিয়ে রাখতে। কারণ তারা জানে, যদি তাদের ছেলে-মেয়েরা শূদ্র-দলিত ছেলে-মেয়েদের সঙ্গে বিয়ের সম্পর্ক গড়ে, তবে হাজার বছরের জাতের দেয়াল ভেঙে পড়বে। তাই এক হিন্দু আর এক হিন্দুকে সহজেই খু/ন করে। খু/ন করে ধরে রাখতে চায় তাদের মিথ্যে ‘শ্রেষ্ঠত্ব’। এরপর বলুন কীভাবে হিন্দু-হিন্দু ভাই হতে পারে? এই বর্বরতার বিরুদ্ধে আর চুপ থাকা যায় না। তাই, ১) খাপ পঞ্চায়েতকে অবৈধ ঘোষণা করতে হবে।২) অনার কিলিংকে ‘রেয়ার অফ দ্য রেয়ারেস্ট’ কেস ধরে প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি (আমি মৃত্যুদণ্ড বিরোধী) বাধ্যতামূলক করতে হবে। ৩) স্কুল-কলেজে মনুস্মৃতি-পরশুরামের গল্পকে ‘গৌরবের ইতিহাস’ না বলে বর্বরতার উদাহরণ হিসেবে পড়াতে হবে। মেয়েদের মানুষ ভাবার অভ্যাস নির্মাণ করতে হবে। কিন্তু যতদিন আমরা মনুর আইনকে মনে-প্রাণে মেনে চলব, ততদিন আমাদের মেয়েরা রক্তে ভিজবে। এই রক্তাক্ত ঐতিহ্য আর নয়। এই বর্বরতা আর নয়। জয় মানুষ, জয় সাম্য, জয় মুক্ত ভালোবাসা!!! #HonourKilling #foryouシ #caste #religion #জাত #debabratabanerjee Ghatal Rationalist Rational বাংলা Vidyasagar Mission

Comments

Popular posts from this blog

ধর্ম নিয়ে

Banglar atit